মা হারালেন আরিফিন শুভ
- আপডেট সময় : ০৩:৩৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- / ১৭৮৮ বার পড়া হয়েছে
মা হারালেন চিত্রনায়ক আরিফিন শুভ। বুধবার (২৪ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালেচিকিৎসাধীন অবস্থায় অভিনেতার মা খায়রুন নাহার ইন্তেকাল করেছেন (ইন্না–লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুভর মায়ের মৃত্যুর খবর নিশ্চিতকরেছেন চিত্রনায়ক জায়েদ খান।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন শুভর মা। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তিনি৷ জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৫জানুয়ারি) বাদ ফজর জানাজা এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে অভিনেতার মায়ের দাফন কাজ সম্পন্ন হবে।
২০১৭ সাল থেকেই আরিফিন শুভর মা অসুস্থ। গত আট বছর ধরে শুভর ঢাকার বাসায়ই থাকতেন তার মা খাইরুন নাহার। সিজোফ্রেনিয়া নামক রোগেভুগছিলেন তিনি। এছাড়াও বার্ধক্যজনিক আরও নানান সমস্যা ছিল। কাজের ফাঁকে মায়ের সেবা–ডাক্তার–ওষুধ নিয়েও ছোটাছুটির মধ্যে থাকতে হতোশুভকে।
প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিং দিয়ে শোবিজ জগতে পথচলা শুরু করেন আরিফিন শুভ। এরপর ২০০৭ সালে তিনি নাটকে আত্মপ্রকাশ করেন। খিজিরহায়াত খান পরিচালিত ‘জাগো’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে বড় পর্দায় অভিষেক হয় শুভর। এরপর তিনি ‘ছুঁয়ে দিলে মন’, ‘অগ্নি’, ‘তারকাঁটা’, ‘নিয়তি’, ‘মুসাফির’, ‘ঢাকা অ্যাটাক’, ‘সাপলুডু’ ও ‘মিশন এক্সট্রিম’, ‘মুজিব’-এর মতো সিনেমা উপহার দিয়েছেন।