মা-ইলিশ ধরার অপরাধে ২৪ ঘণ্টায় ৪১ জেলে আটক
- আপডেট সময় : ০৯:০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১৭৭৪ বার পড়া হয়েছে
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ ধরার অপরাধে ২৪ ঘণ্টায় ৪১ জেলেকে আটক করা হয়েছে। ১৯ জেলের বিরুদ্ধে মামলা দায়ের ও ১৯ জেলেকে জেল হাজতে পাঠানো হয়। বাকী তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ার পরিবারের কাছে তুলে দেয় নৌ-পুলিশ।
চাঁদপুরের নৌ-পুলিশ ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালনো হয়। তিনি জানান, অভিযানের সময় নয়টি নৌকা ও ১৫১ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ১ কোটি ৪৮ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পোড়ানো হয়। পরে জব্দ করা মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মাদারীপুরের রাজৈরে অভিযান চালিয়ে ৩৪ হাজার মিটার কারেন্ট ও চায়না জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক দুই ব্যবসায়ীকে জেল ও জরিমানা করা হয়। সকালে রাজৈরের টেকেরহাট বন্দরের মহাজন পট্টিতে এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালত। টেকেরহাট বন্দরের মহাজনপট্ট্রিতে একাধিক অসাধু চক্র কারেন্ট ও চায়না জাল বিক্রি করে আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।