মাসব্যাপী আয়কর রির্টান গ্রহণ ও কর তথ্যসেবা প্রদান শুরু করছে রংপুর কর অঞ্চল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৫০৩ বার পড়া হয়েছে
৮শ’ ৫০ কোটি টাকা রাজস্ব আহরনের লক্ষ্যমাত্রা নিয়ে মাসব্যাপী আয়কর রির্টান গ্রহণ ও কর তথ্যসেবা প্রদান শুরু করছে রংপুর কর অঞ্চল।
দুপুরে নগরীর কাচারী বাজারে কর ভবনে সংবাদ সম্মেলনে কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন জানান, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত করদাতাদের আয়কর রির্টান দাখিলের সুবিধার্থে রংপুর করঅঞ্চল কার্যালয় প্রাঙ্গণে আয়কর মেলার আদলে মাসব্যাপী আয়কর রির্টান গ্রহণ ও কর তথ্যসেবা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে।