মালয়েশিয়ায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ইসমাইল সাবরি ইয়াকুব
- আপডেট সময় : ০৮:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ১৬২০ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ইসমাইল সাবরি ইয়াকুব। দেশটির সাবেক ডেপুটি প্রধানমন্ত্রীকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন দেশটির রাজা আল সুলতান আবদুল্লাহ।
শুক্রবার দেশটির বিভিন্ন অঞ্চলের শাসক এবং কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মালয়েশিয়ার রাজা। মালয়েশীয় রাজার এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান এবং করোনা মোকাবিলায় সরকারের মনোযোগ কেন্দ্রীভূত করতে সাবরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ২২২ আসনের পার্লামেন্টে ১১৪ সদস্যের সমর্থন নিশ্চিত করেন ইয়াকুব। এর ফলে তিন বছর পর ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন ক্ষমতায় ফিরলো। দুর্নীতির অভিযোগের মুখে তিন বছর আগে সাধারণ নির্বাচনে হেরেছিল দলটি। করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ ওঠায় সোমবার বিরোধীদের চাপের মুখে পদত্যাগ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।


























