মালয়েশিয়ায় আকস্মিক বন্যায় ঘরছাড়া হয়েছে ১১ হাজার মানুষ। প্রবল বৃষ্টিতে এই আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে, এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানান, আটকে পড়া লোকদের উদ্ধারে দমকল, সেনাবাহিনী ও পুলিশের ৬৬ হাজারেরও বেশি সদস্যকে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে। সেলাঙ্গর রাজ্যের প্রায় ৪ হাজার লোককে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও একাধিক এলাকায় সড়ক ও মহাসড়ক বন্ধ হয়ে গেছে। বন্যার কারণে দেশটির বৃহত্তম বন্দর পোর্ট ক্লাংয়ের কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।