মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের অর্থ কেলেঙ্কারি মামলায় সাজা বহাল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের অর্থ কেলেঙ্কারি মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সাজা বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত। একই সাথে শাস্তি স্থগিত রাখার আবেদনও খারিজ করে দেয়া হয়।
২০২০ সালের জুলাইয়ে ওয়ান এমডিবি-র তহবিল কেলেঙ্কারির প্রথম মামলায় নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড দেয় আদালত। পরে, ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের শরণাপন্ন হন নাজিব রাজাক। দীর্ঘ শুনানির পর আগের রায় বহাল রাখে আদালত। চূড়ান্ত আপিলের এই রায়ে, তাকে এখন সাজা ভোগ করতে হবে। সে ক্ষেত্রে তিনি হবেন কারাভোগ করা দেশটির প্রথম কোনও সাবেক প্রধানমন্ত্রী। রায়ে পাঁচ সদস্যের ফেডারেল কোর্ট প্যানেল জানিয়েছেন, সর্বসম্মতভাবে এ ব্যাপারে একমত হয়েছেন যে, হাই কোর্টের রায় সঠিক ছিল। বরং নাজিব রাজাক যে আপিল করেছেন সেটির কোনও গ্রহণযোগ্যতা ছিল না।