মালবাহী ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কুমিল্লা শাসনগাছা রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন।
কুমিল্লা রেলস্টেশন মাস্টার সফিকুর রহমান জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেন সকাল ৭টার দিকে রেলক্রসিং অতিক্রম করছিলো। এসময় রেললাইন পার হতে থাকা একটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে চার যাত্রী গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পর ফরিদ মুন্সী নামে একজন মারা যায়। আহত বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।