মালদ্বীপে ছয় দিনের সরকারি সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ১০:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
মালদ্বীপে ছয় দিনের সরকারি সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহের আমন্ত্রণে ২২ ডিসেম্বর ছয় দিনের সরকারি সফরে মালদ্বীপ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান ও গান স্যালুট দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় মালদ্বীপে। দুই দেশের সরকার প্রধানের বৈঠকে– দ্বৈত কর পরিহার চুক্তিসহ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা, চিকিৎসা বিজ্ঞান ও যুব-ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সমঝোতা স্মারক সই হয়। একই অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ।