মালঞ্চা গ্রামও দর্শনীয় স্থান হতে চলছে পর্যটকদের কাছে
- আপডেট সময় : ০৩:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
- / ১৭৮১ বার পড়া হয়েছে
ভ্রমন পিপাসু পর্যটকদের কাছে যেমন দার্জিলিং-এর চা আর কমলা বাগান আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান। ঠিক তেমনি হিমালয়ের পাদদেশের জেলা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামও পর্যটকদের কাছে দর্শনীয় স্থান হতে চলছে। গত বছর থেকে ফেসবুকের বদৌলতে ভাইরাল হওয়া এই কমলা বাগান এখন মুখরিত হাজার হাজার দর্শকের পদচারণায়। এছাড়াও এই উদ্যোগকে কৃষি বিপ্লব হিসেবে আখ্যায়িত করে সরকারের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ।
ভ্রমন পিপাসু মানুষের কাছে জেলার পীরগঞ্জের মালঞ্চা গ্রাম এখন ‘অরেঞ্জ ভেলী’। এখানে গাছে গাছে দার্জিলিং জাতের বড় বড় পাকা কমলা ঝুলছে থোকায় থোকায় । কমলার ভারে হেলে পড়েছে গাছের ডালপালা। সমতল ভুমিতে কমলা বাগানের এমন নয়নাভিরাম দৃশ্যের দেখা পেয়ে মুগ্ধ দর্শনার্থীরা। প্রতিদিন দূর-দূরান্ত থেকে পর্যটক আসছেন বাগানে। অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এখানে।
মানুষ বাগানে এই কমলা উৎপাদন দেখবে একই সাথে গাছ থেকে ফল পেরে খাবে। এমন সুযোগ হাত ছাড়া করতে নারাজ অনেকে। এমন কথা জানালেন এই কৃষি উদ্যোক্তা।
কমলা চাষ সম্প্রসারণে সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ।
কৃষি উদ্যোগতাদের বদৌলতে আকর্ষণীয় হোক এগ্রো ট্যুরিজম এই প্রত্যাশা এখন সবার।