চট্টগ্রামের প্রতিটি মার্কেট ও বিপনি বিতানের সামনে ডিজ ইনফেকশন চেম্বার বসানো বাধ্যতামুলক করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে করোনা ভাইরাস প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, মানুষের জীবিকা আর আবেগের প্রতি সম্মান দেখিয়ে স্বল্প পরিসরে মার্কেট আর মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু এসব ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মেনে চলার ক্ষেত্রে ছাড় দেয়া হবে না। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে শুরুতে জটিলতা তৈরী হলেও ধীরে ধীরে তা কাটিয়ে উঠছে স্বাস্থ্য বিভাগ। সরকার আন্তরিকতার সাথে চেষ্টা করছে এখন সাধারণ মানুষ সচেতন হলে এই সংকট কাটিয়ে ওঠা আরো সহজ হবে বলেও জানান তিনি।