মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা র্যাবের কর্মকাণ্ডে কোন প্রভাব ফেলেনি : আবদুল্লাহ আল মামুন
																
								
							
                                - আপডেট সময় : ০২:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
 - / ১৬৩১ বার পড়া হয়েছে
 
মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা র্যাবের কর্মকাণ্ডে কোনো প্রভাব ফেলেনি। রেব সবসময় আইন মেনে কাজ করে। এ কথা বলেছেন সংস্থার বিদায়ী মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
কারওয়ান বাজারে রেবের মিডিয়া সেন্টারে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
মহাপরিচালক বলেন, যেখানে যে টুকু শক্তি প্রয়োগ করা প্রয়োজন,সেখানে সেটুকু শক্তি প্রয়োগ করে রেব। অপরাধী আক্রমণ করলে নিজেদের আত্মরক্ষার্থে আইন অনুযায়ী ব্যবস্থা নেয় হয়।
চৌধুরী মামুন বলেন, অনেক অভিযানে রেব সদস্যরা আহত ও নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সমাধান করতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
নতুন আইজিপি হিসেবে চৌধুরী মামুন বলেন, পুলিশের অতীত ঐতিহ্য ধরে রাখবেন তিনি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনকালীন কমিশনের অধীনে দায়িত্ব পালনের সময়ে ইসির নির্দেশনা মেনে চলার কথাও বলেন নতুন আইজিপি।
																			
																		














