মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচে স্মরণীয় এবারের প্রেসিডেন্ট নির্বাচন
- আপডেট সময় : ০৭:১৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচে স্মরণীয় এবারের প্রেসিডেন্ট নির্বাচন। চারদিন পার হলেও ভোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে চলছে ভোটগণনা। আলাস্কা ও নর্থ ক্যারোলাইনার ভোটের গণনা শেষ হতে সময় গড়াবে আগামী সপ্তাহ পর্যন্ত। এদিকে, মিশিগানে ভোট পুন গণনায় ডোনাল্ড ট্রাম্পের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। আর ভোটের হিসাব মেনে না নিতে পেরে ফিলাডেলফিয়া, অ্যারিজোনা ও পেনসেলভিনিয়াতে বিক্ষোভ করেছে রিপাবলিকান সমর্থকরা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কয়েকটি রাজ্যের ভোট গণনা এখনো বাকি আছে। যে কারণে বৃহস্পতিবার পর্যন্ত দুই প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করা সম্ভব হয়নি।
তবে ভোট গণনা প্রায় শেষের পথে। তিনটি রাজ্যে বাইডেনে উন্নতি ঘটেছে। এদিকে, আলাস্কা ও নর্থ ক্যারোলাইনার ভোট গণনার হালনাগাদ তথ্য আগামী সপ্তাহের আগে পাওয়া সম্ভব হবে না।
অ্যারিজোনায় ম্যারিকোপা ও পিমা কাউন্টিতে নতুনভাবে ভোট গণনায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৪৬ হাজার থেকে ৪৯ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। জর্জিয়াতে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন । দিনের শুরুতে ১৮ হাজার ভোটে এগিয়ে থাকলেও এখন বাইডেনের চেয়ে মাত্র দুই হাজার ভোটে এগিয়ে তিনি। নেভাদায় রাজ্যটিতে ভোটের ব্যবধান কমিয়ে আনার প্রত্যাশা ছিল ট্রাম্পের। কিন্তু তা আরো বাড়ছে। ব্যবধান আট হাজার থেকে বেড়ে তা ১১ হাজারে পৌঁছেছে।
পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে দিনের শুরুতে এক লাখ ৬০ হাজার ভোটে এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই ব্যবধান কমে এখন ৩৭ হাজারে পৌঁছাল। ৪টি অঙ্গরাজ্যের মধ্যে যে কোনো একটিতে জিতলেই জয় হবে ডেমোক্র্যাটদের। এদিকে, দ্রুততা নয়; সঠিকভাবে ভোট গণনার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড ইতোমধ্যে গড়েছেন বাইডেন। গণনা শেষ হওয়ার আগেই যেকোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি ভোট গেছে তার ঝুলিতে।
যুক্তরাষ্ট্রের মিশিগানে ভোট গণনা বন্ধের দাবিতে ট্রাম্পের প্রচার শিবিরের করা মামলা খারিজ করে দিয়েছেন স্থানীয় আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতের বিচারক সিনথিয়া স্টিফেনস মামলাটি খারিজ করে দেন। এ সংক্রান্ত লিখিত আদেশ মার্কিন সময় আজ দেবেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে, নির্বাচনে আবারো প্রতারণার অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট গ্রহণের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে ট্রাম্প বলেন, বৈধ ভোট গণনা করা হলেও তিনিই নির্বাচিত হতেন।
অন্যদিকে, ফিলাডেলভিয়ায় আগাম ভোট গণনা বন্ধের দাবিতে রাস্তায় নামে রিপাবলিকান সমর্থকরা।বৃহস্পতিবার ভোট গণনা অব্যাহত রাখার দাবিতে পাল্টা বিক্ষোভ করে বাইডেন-সমর্থকেরা। দু’পক্ষের পাল্টাপাল্টি এ অবস্থানে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।