মার্কিন ভিসা নীতি নিয়ে পুলিশ কোনো ইমেজ সংকটে পড়বে না : চৌধুরী আব্দুল্লাহ আল মামুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
মার্কিন ভিসানীতি নিয়ে পুলিশ কোন ইমেজ সংকটে পড়বে না বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, নির্বাচনের সময় ইসি পুলিশকে যে দায়িত্ব দেবে সেটা সঠিকভাবে পালন করা হবে। রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে পর্যটকদের নিরাপত্তা নিয়ে এক সেমিনার শেষে একথা বলেন আইজিপি।
রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে পর্যটকদের নিরাপত্তা নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইজিপি। বলেন, ভিসানীতিতে পুলিশে ইমেজ সংকটে হবে না। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, জনগণ এখন বেশি পুলিশকে ভরসা করে। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব। বেআইনি কাজে জড়িত থাকলে পুলিশকেও ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।