মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সব রেকর্ড ভঙ্গ করতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন
- আপডেট সময় : ০৭:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সব রেকর্ড ভঙ্গ করতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সর্বোচ্চ পপুলার ভোট, সবচে বয়সী প্রেসিডেন্ট আর নারী রানিংমেট নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। হবু এই প্রেসিডেন্টের প্রথম ভাষণের আগেই নিরাপত্তা বেষ্টনিতে ঘিরে ফেলেছে গোয়েন্দারা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেতে যাচ্ছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। ইতোমধ্যে তার ঝুলিতে ৭ কোটি ২২ লাখ ১০ হাজার ৫০২ ভোটারের সমর্থন পড়েছে। সম্পূর্ণ ফলাফল প্রাপ্তির পর এ সংখ্যা আরও বেড়ে যাবে।
বিজয়ের বার্তার আগেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ তার নিরাপত্তা জোরদার করতে যাচ্ছে।বাইডেনের প্রচার শিবির থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে শুক্রবার দিনের শুরুতে তিনি বক্তৃতা দিতে পারেন বলে জানানো হয়েছে।
কমলা হ্যারিস। আমেরিকার ডেমোক্র্যাটদের ভাইস-প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন। তাঁকে দেখেননি তামিলনাডুর তিরুভারুর জেলার থুলাসেন্দ্রাপুরম গ্রামের অধিকাংশই মানুষ। তবুও ঘরের মেয়ের জয়ের জন্য প্রার্থনা চলছে তার গ্রামে।