মার্কিন কর্মকর্তাদের বাংলাদেশে নিয়মিত সফরে পুণরায় সুসম্পর্ক গড়ে উঠছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এবারের শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন। এ কারণে সব ভুল বুঝাবুঝি কমে আসবে বলেও প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশে আমেরিকার দেয়া নিষেধাজ্ঞার পরেও প্রধানমন্ত্রীর দৃঢ়তায় মার্কিন কর্মকর্তারা সফর অব্যাহত রেখেছেন। রোহিঙ্গা ইস্যুতে মন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আমেরিকা সব ধরনের সাহায্য করে যাবে বলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আশ্বস্ত করেছেন।