মামুনুল হকের বিরুদ্ধে ঝর্ণার করা ধর্ষণ মামলায় অভিযোগ গঠনের শুনানী
- আপডেট সময় : ০৭:৩৫:০০ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলায় অভিযোগ গঠনের শুনানী করেছেন আদালত।
সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে আগামী ১৪ নভেম্বর সাক্ষীগ্রহণের দিন ধার্য করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর রাকিবুজ্জামান রকিব জানান, কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। সেই মামলায় কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে পুলিশ প্রহরায় নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসা হয়েছে। আদালতের কার্যক্রম শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ঝর্ণা। এতে তিনি অভিযোগ করেন, মামুনুল বিয়ে করার প্রলোভন দেখিয়ে গত দুই বছর ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছিলো মামুনুল।