মানুষের সঙ্গে প্রতারণা করাই আ’লীগের একমাত্র কাজ : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
মানুষের সঙ্গে প্রতারণা করাই আওয়ামী লীগের একমাত্র কাজ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দুর্নীতি আর লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে সরকার। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে নয়, জিনিসপত্রের দাম বেড়েছে সরকারের দুর্নীতির কারণে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ও বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ের এই মুক্তিযোদ্ধা সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
এতে অংশ নিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগ স্বাধীনতাকে চিবিয়ে খাচ্ছে। তাদের কারনে স্বাধীনতা বাংলার মানুষের কোন কাজে লাগছে না।
স্বাধীনতাযুদ্ধে আওয়ামী লীগের কোনো অবদান নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দেশে আবারও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে সংলাপের নাটক করা হচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল । গণতন্ত্র হরন করে দেশ এখন মধ্যযুগীয় বর্বর দেশে পরিনত হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।