মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / ১৬৮১ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ভোরে সাটুরিয়া ইউনিয়নের উত্তর কাউন্নারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাউন্নারা গ্রামের সৌদি প্রবাসী মজনু মিয়ার স্ত্রী পারভীন বেগম ও তার ছেলে আব্দুর নূর। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দীন আহম্মেদ জানান, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পারভীন ও তার ছেলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পূর্ব-পরিকল্পিতভাবে তাদেরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।