মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১৬০৭ বার পড়া হয়েছে
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন হয়েছে
সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখা। এতে সংগঠনটির জেলা সভাপতি মহিউদ্দিন, সাধারন সম্পাদক আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন অভিযোগ করেন, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ ভাগ উৎসব ভাতা ও ৫’শ টাকা চিকিৎসা ভাতা পায়। তারা অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে বেতনের টাকা থেকে ৪ ভাগ কেটে নেওয়া হচ্ছে। এমনকি অবসর ভাতা পেতেও বছরের পর বছর অপেক্ষা করতে হয়। এ পরিস্থিতিতে দ্রব্যমুল্যে এই উর্দ্ধগতির বাজারে নিদারুন কষ্টে দিনানিপাত করছেন তারা। তাই সমস্যা সমাধানে মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।