মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে বন্ধ হচ্ছেনা খানাখন্দ
- আপডেট সময় : ০৯:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ১৭৬২ বার পড়া হয়েছে
৭৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে আধুনিক সড়ক নির্মাণের পর মেরামতের নামে কয়েক ধাপে ব্যয় করা হয় আরো প্রায় ৫ কোটি টাকা। কিন্তু মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে বন্ধ হচ্ছেনা খানাখন্দ। এতে ক্ষুব্ধ যাত্রী-চালক-পথচারী। সড়ক ও জনপথ বিভাগ নানা যুক্তি দিলেও ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের।
মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর মহাসড়কের ৭ কিলোমিটার দুইলেন থেকে চারলেনে উন্নীত করা হয়। ৭৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে মোস্তফাপুর থেকে ডিসিব্রিজ এলাকা সড়কের কাজ শেষ হয় ২০১৮ সালে। পরে ২০২০-২১ অর্থ বছরে নওগাঁর আমিনুল হক প্রাইভেট লিমিটেড নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জরুরিভাবে মেরামতে ব্যয় করা হয় ৪৫ লাখ টাকা।
কিন্তু হালকা বৃষ্টিতেই সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। পরে ২০২১-২২ অর্থবছরে ঢাকার ওটিবিএল ও হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড নামে দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে মেরামতে আরও সাড়ে ৪ কোটি টাকা খরচ করে সওজ। কিন্তু তারপরও সড়কের চিত্র একইরকম।
এ অবস্থায় ভারী যানবাহন চলাচল আর বৃষ্টির অজুহাত দিয়ে দায় এড়ানোর চেষ্টা সড়ক ও জনপথ বিভাগের।
দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসক।
কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আধুনিক সড়ক। বছর বছর সংস্কারের নামে ব্যয় করা লাখ লাখ টাকা। তবুও সড়কের বেহাল দশা কেন..? এমন প্রশ্ন যাত্রী-চালক ও এলাকাবাসীর। মাদারীপুর সরকারি কলেজ গেট, থানার মোড়, স্টেডিয়াম গেট, ইটেরপুল, নতুন বাসস্ট্যান্ড, খাগদীসহ বিভিন্ন এলাকায় সড়কের পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ।