মাদারীপুরে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলো ৪৫ জন প্রার্থী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬০২ বার পড়া হয়েছে
মাদারীপুরে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকুরি পেলো ৪৫ জন প্রার্থী। জেলার পুলিশ লাইনস মাঠে তাদের নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মাসুদ আলম।
মাদারীপুর পুলিশ লাইনস মাঠে ফলাফলের জন্য জড়ো হয় চাকুরি প্রত্যাশীরা। সব অপেক্ষার পালা শেষ হয় চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণার মধ্য দিয়ে। গেল ১১ ফেব্রুয়ারি ১১শ’ ৭৬ জন প্রত্যাশী পুলিশের কনস্টেবল পদে চাকুরির আবেদন জানান। এরমধ্যে ১ হাজার ৯৬ জন পুরুষ, আর ৮০ জন নারী প্রার্থী ছিলেন। বিভিন্ন ধাপে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় বাদ পড়েন অনেকেই। তাদের মধ্যে সবশেষ গতকাল রাত ১০টার দিকে ৩৮ পুরুষ ও ৭ জন নারী সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জেলার পুলিশ সুপার।