মাদারীপুরে দুই ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
মাদারীপুরে দুই ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
শহরের লঞ্চঘাটে একটি দোকানের সামনে আড্ডা দিচ্ছিল ড্রেজার ব্যবসায়ী অহিদ ও কামাল। এ সময় ১০ থেকে ১৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। তাদেরকে এলোপাতাড়ি কোপাতে থাকে দুর্বৃত্তরা। আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে, গুরুতর অবস্থায় আহত দু’জনকে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নেয় স্থানীয়রা। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অহিদ হাওলাদারকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে।এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।