মাদারীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণাকে কেন্দ্র করে মাদারীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৪ জনকে।
গতকাল রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের মন্টারপোলে এ সংঘর্ষের ঘটনা। দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খলিল দর্জি ও বাবুল আখতারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে সদর মডেল থানার ওসিসহ দু’পক্ষের ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক করা হয়েছে ৪ জনকে।