মাদারীপুরে ছয় দিনে ৪৬টি জায়গায় সংঘাত, নিহত ১
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে সংঘাত থামছে না। শুক্রবার রাত থেকে ২৪ ঘন্টায় ৯ আসনের ১০ জায়গায় সংঘাত হয়েছে। ঘটনায় আহত অন্তত ১০ জন। ১৮ ডিসেম্বর থেকে ছয় দিনে ৪৬টি জায়গায় সংঘাতে মাদারীপুরে নিহত হয় একজন।
আওয়ামী লীগ কর্মীদের হামলায় মাদারীপুরের কালকিনিতে গুরুতর আহত একজন বরিশাল মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরের সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক বেপারীর সমর্থকদের অতর্কিত হামলা চালিয়ে আওয়ামী লীগ কর্মী এসকেনদারকে এলোপাতাড়ি কোপানো হয়। পায়ের রগ কেটে দিলে তিনি গুরুতর আহত হন। অন্য একজন বাঁধা দিলে তিনিও হামলায় আহত হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। দু’জকে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।