মাদারীপুরে খাদ্য সংকটে লোকালয়ে বেড়েছে বানরের উৎপাত
- আপডেট সময় : ১১:২১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
মাদারীপুরে খাদ্য সংকটে লোকালয়ে বেড়েছে বানরের উৎপাত। বিভিন্ন বাসাবাড়িতে হামলা করছে প্রতিনিয়ত। ভারসাম্য রক্ষায় বানর বাঁচিয়ে রাখার আহবান স্থানীয়দের। বন কর্মকর্তা জানান, সাধ্যমতো খাবার দেয়া হচ্ছে। খাবার বিতরণে অনিয়ম হলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের।
মাদারীপুরের নয়াচর ও চরমুগরিয়া এলাকা। খাবারের সন্ধানে এদিক-ওদিক বানর দলের ছুটোছুটি। কখনো ফল গাছে, আবার কখনও কারো ঘরের চালে। সকাল থেকে বিকেল, এভাবেই দল বেঁধে ঘুরছে গেছো এই প্রাণী। পর্যাপ্ত খাবার না থাকায় বাসা-বাড়িতেও হানা দেয় সময়ে অসময়ে বানর। এদের জ্বালায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা।
বানরের অভয়ারন্য ছিলো চরমুগরিয়া এলাকা। একদিকে খাদ্য সংকট, অন্যদিকে ঘনবসতি দুই কারণেই কমে গেছে বানরের সংখ্যা। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই প্রাণীকে টিকিয়ে রাখার আহবান এলাকাবাসীর।বন কর্মকর্তা জানান, বরাদ্দ কম থাকায় বিভিন্ন স্পটে মাসে ১২দিন খাবার পায় বানরের দল। খাবার বিতরনে কোন অনিয়ম থাকলে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের।