মাদারীপুর জেলার রাজৈরের সেনদিয়া গ্রামে আদুরী আক্তারকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় ঘোষণা করেন। একই মামলায় একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে সেনদিয়া জামে মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় টুকু সরদারের মেয়ে আদুরী আক্তার। নিহতের বাবা টুকু সরদার বাদী হয়ে ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে রাজৈর থানায় একটি হত্যা মামলা করেন।