মাদারীপুরের শিবচরে দূর্ঘটনায় বাস মালিককে আসামি করে পুলিশের মামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- / ১৬৮০ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ইমাদ পরিবহন দূর্ঘটনায় ১৯ জন নিহতের ঘটনায় বাস মালিককে অভিযুক্ত করে মামলা করেছে হাইওয়ে পুলিশ।
ভোরে শিবচর থানার সার্জেন্ট জয়ন্ত সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। সড়ক পরিবহন আইন ২০১৮’এর ৯৮ ধারায় অপরাধ উল্লেখ করে মামলা করা হয়েছে । দূর্ঘটনা কবলিত বাসটির কোন ফিটনেস সার্টিফিকেট দেখাতে পারেননি বাস মালিক। হাইওয়ে থানার ওসি আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, বাস মালিকের মামলা হয়েছে। বাসটি এক্সপ্রেস হাইওয়ের নীচের আন্ডারপাসের গাইড ওয়ালের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় বাসটি। এতে ১৯ জনের মৃত্যু হয়। আহত হন ২৫জন।