মাদাগাস্কারে মৌসুমি ঝড় ‘আনা’র আঘাতে কমপক্ষে ৩৪ জন প্রাণ হারিয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে মৌসুমি ঝড় ‘আনা’র আঘাতে কমপক্ষে ৩৪ জন প্রাণ হারিয়েছে। আর মোজাম্বিকে প্রাণ হারিয়েছেন আরো ৩ জন। ভারী বৃষ্টির কারনে বন্যায় ভেসে গেছে বিভিন্ন এলাকা।
মাদাগাস্কারের পূর্ব উপকূল থেকে এই ঝড়ের সৃষ্টি হয়েছে বলে জানা যায়। কাদায় ডুবে গেছে রাজধানী আন্তানানারিভোর বিভিন্ন এলাকা। সেখানকার প্রায় ৬৫ হাজার বাসিন্দা গৃহহীন। এ ছাড়া দেশটির নিচু জেলাগুলোতে সতর্কবার্তা জারি রাখা হয়েছে। জাতিসংঘের পূর্বাভাসে বলা হয়েছে, এই ঝড়ের কারণে বন্যা ব্যাপক আকার ধারণ করতে পারে। এরই মধ্যে দেশটিতে ৩ হাজার ৮০০ মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পূর্ব আফ্রিকার আরেক দেশ মালাওইর অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।