মাদক নির্মূলে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ । তিনি বলেন, দেশকে মাদকমুক্ত রাষ্ট্রে পরিণত করা সরকারের লক্ষ্য। বিশ্ব তামাকমুক্ত দিবসে এ কথা বলেন তথ্যমন্ত্রী। এদিকে তামাক নয়, খাদ্য ফলান প্রতিপাদ্যে রাজধানীসহ বিভিন্ন জায়গায় সচেতনতামূলক শোভাযাত্রা ও নানা কর্মসূচিতে দিনটি পালিত হয়েছে ।
বিশ্ব তামাকমুক্ত দিবসে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা।রাজধানীর জাতীয় যাদুঘরে আলোচনা সভার আয়োজন করে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানস । মানসের প্রতিষ্ঠাতা সভাপতি জানাযন, দেশে প্রতি বছরে তামাকজনিত অসুখে ১ লাখ ৬২ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।মাদকমুক্ত দেশ গড়তে অভিভাবকরা আরো দায়িত্বশীল হলে সুন্দর সমাজ নির্মাণ সম্ভব বলেও মনে করেন ড. হাছান মাহমুদ।