মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:২৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
দেশে মাদকসেবীর সংখ্যা প্রায় ৮০ লাখ, উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদকের ভয়াবহতা থেকে যুব-সমাজকে ফিরিয়ে আনতে সবাইকে আরো তৎপর হতে হবে। বন্ধ করতে হবে মাদকের চাহিদা ও সরবরাহ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশ কল্যাণ ট্রাস্টের ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে অন্য বক্তারা, মাদকাসক্তদের চিকিৎসায় বাংলাদেশকে রোল মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জের নির্মিত হয়েছে ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র। ৬০ শয্যার আধুনিক এই নিরাময় কেন্দ্রের তত্ত্ববধানে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক, ক্লিনিকাল সাইকোলজিস্টরা। কেউ মাদক নিলে, তিন মাসের মধ্যেও তা সনাক্ত করা যাবে। রয়েছে জিমনেশিয়াম, গেমস রুমের ব্যবস্থাও। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে নিজেদের বক্তব্যে তুলে ধরেন দেশে মাদকাসক্তের পরিসংখ্যান। বলেন, নতুন প্রজন্মকে সুরক্ষা দিতে হলে,জয়ী হতে হবে মাদকের বিরুদ্ধে।
সব জেলা ও বিভাগীয় শহরে এমন নিরাময় কেন্দ্রের প্রয়োজন রয়েছে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিদ্যৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বললেন, যথাযথ চিকিৎসার মাধ্যমে মাদকাসক্তদের ফিরিয়ে আনার বিকল্প নেই।
পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেন, মাদকাসক্তিদের সংখ্যা অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা সীমিত। মাদকাসক্তদের চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশ মডেল হতে পারে বলে মনে করেন তিনি।
মানিকগঞ্জে বড় পরিসরে মাদকসক্তি নিরাময় কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান পুলিশ মহাপরিদর্শক।