মাদকের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
- / ১৮৮৭ বার পড়া হয়েছে
মাদক ব্যবসার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
উপজেলার বাড়িমজলিশ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের মা জানান, রাতে স্থানীয় মাদক ব্যবসায়ী পায়েল মিয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫ জন মিলে রাব্বিকে বাসা থেকে ডেকে নিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন গুরুত্ব আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক মহসিন মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।