মাঠ পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জামায়াত নেতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:২২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ১৭০১ বার পড়া হয়েছে
জনগণ জামায়াতকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় দেখতে চায়। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
দুপুরে জয়পুরহাট জেলা জামায়াতের আমীরের শপথ ও সমাবেশ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাইদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম, জয়পুরহাট জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া ও সহকারী সেক্রেটারি হাসিবুল আলমসহ নেতৃবৃন্দ।