মাঝারি শৈত্যপ্রবাহের কবলে দেশের ২৩ জেলা
- আপডেট সময় : ০৬:৪০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ১৭৭২ বার পড়া হয়েছে
দেশের ২৩ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী ও সিলেটসহ কয়েকটি বিভাগে হাড়কাঁপানো শীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গায় চলেছে মাঝারি শৈত্যপ্রবাহ। তবে সূর্যের দেখা মেলায় আজ কিছুটা স্বস্তিতে মানুষ।
শীতের হটস্পট পঞ্চগড়ে টানা তিন দিন মাঝারী শৈতপ্রবাহের কবলে জনজীবন। এক সপ্তাহ ধরে তাপমাত্রা পারদ ওঠানামা করছে ৬-৭ ডিগ্রীতে।
রংপুরের তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াসে। গুড়ি গুড়ি বৃষ্টির মত সারারাত কুয়াশা ঝরছে। সেই সংগে হিমেল বাতাসে নাজেহাল সাধারণ মানুষ। বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।
গোপালগঞ্জে ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে তীব্র শীত। ঘন কুয়াশায় দূর্ঘটনা এড়াতে সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
অব্যাহত মৃদু শৈত্যপ্রবাহে দিনাজপুরে কমেনি শীতের তীব্রতা। সাথে বয়ে চলছে ঠান্ডা হাওয়া। খড়কুটো জ্বালিয়ে চলছে শীত নিবারণের চেষ্টা। ব্যাহত হচ্ছে মৌসুমের ফসল চাষ।
মাদারীপুরে মাঘের শুরুতেই তীব্র শীত আর ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢেকে থাকে রাস্তাঘাট, ফসলি জমিসহ চারপাশ