উত্তরাঞ্চলে খড়কুটো জ্বালিয়ে চলছে শীত নিবারণের চেষ্টা
- আপডেট সময় : ০৪:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
উত্তরে আবারো জেঁকে বসেছে শীত।এতে বিপাকে পড়েছে শ্রমজীবীসহ অসহায় মানুষ, খড়কুটো জ্বালিয়ে চলছে শীত নিবারণের চেষ্টা। অনেকে এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কুড়িগ্রামে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আরো দু’একদিন তাপমাত্রা নামতে থাকবে। ঠাণ্ডায় চরম দুর্ভোগে পড়েছেন জেলার মানুষ। বোরো রোপনের মৌসুমে সবচেয়ে বেশি বিপাকে কৃষি শ্রমিক। কনকনে ঠান্ডা উপেক্ষা করেই মাঠে কাজ করছেন তারা।
দিনাজপুরে মৃদ্যু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শনিবার সকাল থেকে ঘন কুয়াশায় ঘেরা থাকে চারিদিক। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। তবে আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।
হিমালয়ের কাছে পঞ্চগড়ে বরাবরই শীতের প্রকোপ বেশি। শীতকালে বেশির ভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক এ জেলায়। পঞ্চগড়ে বইছে মাঝারি শৈত্য প্রবাহ। দিনে রোদ থাকলেও সন্ধ্যায় ঠান্ডা বাড়তে থাকে।
চুয়াডাঙ্গার উপর দিয়েও মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। গরম কাপড়ের অভাবে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে স্থানীয়রা।
নওগাঁওয়ে বেড়েছে শীতের তীব্রতা। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বেলকন গ্রুপের চেয়ারম্যান।
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে সকালে কয়েক হাজার শীতার্তদের শীতবস্ত্র বিতরণ কর জেলা আওয়ামীলীগের নেতা জহুরুল ইসলাম।