মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ গ্রেফতার ৬
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৬ জনকে গ্রেফতার করেছে বিজিবি ।
সকালে সীমান্তের মাটিলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। বিজিবি জানায়, সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। সেসময় মাটিলা গ্রামের একটি বাগান থেকে ৩ জন পুরুষ, ২ জন নারী ও ১ শিশুকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটকদের বাড়ী খুলনা, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন গ্রামে।