মহাসমাবেশের জন্য নয়াপল্টন-সোহরাওয়ার্দী উদ্যান পাচ্ছে না বিএনপি: ডিএমপি
- আপডেট সময় : ০৭:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৭১৪ বার পড়া হয়েছে
রাজধানীর গোলাপবাগ মাঠে বৃহস্পতিবার বিএনপিকে মহাসমাবেশের জন্য বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ । তবে একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সমাবেশের অনুমতি চাইলেও তাদের তা দেওয়া হয়নি। বিকল্প হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। আশুরা উপলক্ষে রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তা পর্যবেক্ষন শেষে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। সোহান খানের প্রতিবেদন।
আগামী শনিবার পবিত্র আশুরা। এ উপলক্ষে রাজধানীর হোসেনী দালান ইমামবাড়ায় নিরাপত্তা পরিদর্শনে যান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
প্রতিবারের মতো এবারও তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন ও আতশবাজি এবং পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, বৃহস্পতিবার বিভিন্ন দলের সমাবেশ এবং কর্মদিবসে সমাবেশে জনভোগান্তির বিষয়ে কথা বলেন ডিএমপি কমিশনার।
রাজনৈতিক দলের সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। সমাবেশ স্থলে কেউ যাতে লাঠিশোঠা না নিয়ে আসেন সেজন্যে দলগুলোর প্রতি আহবান জানান খন্দকার গোলাম ফারুক।