মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি
- আপডেট সময় : ০৬:১৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
বিএনপি’র মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার চারদিকের প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সকাল পর্যন্ত শতাধিক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
সকাল ৭টা থেকে আমিনবাজারের সামনে ঢাকামুখী লেনে বিভিন্ন বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল যাত্রীদের জিজ্ঞাসাবাদ এবং মোবাইল ফোন চেক করা হচ্ছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী বলেন, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এখানে সবসময় তল্লাশি চালানো হয়। আজ দুই দলের কর্মসূচি থাকায় তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
ওদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জ অংশে কঠোর অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে বাস, প্রাইভেট কারসহ ব্যক্তিগত যানবাহনে তল্লাশি করছে পুলিশ। ভোরেই ঢাকা প্রবেশের মূলপথ সাইনবোর্ড এলাকায় সাঁজোয়া যান, ওয়াটার ক্যান, এপিসি ভ্যানসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
মহাসড়কে যানবাহনের স্বল্পতা এবং পুলিশী হয়রানী থেকে রক্ষা পেতে গাজীপুর থেকে হাজার হাজার নেতাকর্মী বিএনপির সমাবেশে যোগ দিতে ট্রেনে করে ঢাকা আসছেন। সকাল থেকে জয়দেবপুর রেলজংশন থেকে নেতাকর্মীরা ট্রেনে ঢাকায় রওয়ানা হন। সব বাধা উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা মহাসমাবেশ সফল করবেন বলে জানান।
এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে চলাচলকারী ঢাকামুখী সকল যানবাহনে পুলিশী তল্লাশির শিকার হতে হচ্ছে। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার জানান, মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে পুলিশের ৭টি তল্লাশি চৌকি বসানো হয়েছে। এছাড়াও মুক্তারপুর ফেরীঘাটসহ ঢাকায় প্রবেশের রাস্তাগুলোয় আরো চারটি চেকপোস্ট বসিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি চালানো হচ্ছে।