মহামারী বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশের শিক্ষাখাত
- আপডেট সময় : ০১:০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
মহামারী বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশের শিক্ষাখাত। তাই শিক্ষা ক্ষেত্রের অর্জনকে ধরে রাখতে প্রযুক্তি সহজলভ্য করতে ২০২০-২১ অর্থ বছরের বাজেটে শিক্ষাখাতের বরাদ্দ সুষ্ঠু ব্যবহারের দাবি জানিয়েছেন বরিশালের শিক্ষার্থীদের। একই সাথে শিক্ষাখাতকে জাতীয়করণ এবং দুর্নীতি মুক্ত করার দাবি উঠেছে।
করোনা ভাইরাস শিক্ষা দিয়েছে ঘরে বসেও শ্রেণী কক্ষের পাঠদান সম্পন্নসহ লেখাপড়ার সকল কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। কিন্তু এ শিক্ষা গ্রহণে যে সকল প্রযুক্তি দরকার তা সকলের কাছে না থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বড় একটি অংশ ভার্চুয়াল ক্লাস থেকে পিছিয়ে পড়েছে। এমনকি তারা ভার্চুয়াল ক্লাসের প্রতি মনোনিবেশ করতে না পাড়ায় লেখাপড়ায় এসেছে অনীহা। বিশেষ করে গ্রামে বসবাসকারী এবং নিম্নবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের মাঝে এ প্রবনতা বেশী।এদিকে ভার্চুয়াল ক্লাস সহজতরের লক্ষ্যে বাজেটে বিশেষ অর্থ বরাদ্দ দেয়া জরুরী বললেন সংশ্লিষ্টরা।
সংসদে বসে নয়, মাঠ পর্যায়ে এলাকাভিত্তিক চাহিদার প্রেক্ষিতে বাস্তবমুখী শিক্ষা বাজেট দেয়ার দাবি জানালেন সাবেক এ ছাত্র নেতা। আর টিআইবি সদস্য বললেন, করোনাকে মাথায় রেখে শিক্ষা বান্ধব বাজেট দিতে হবে যাতে করে ভার্চুয়াল জগতের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশুনার সাথে যুক্ত থাকতে পারে।
শিক্ষা একটি নৈরাজ্যকর অবস্থার মধ্যে বিরাজ করছে, এ অবস্থা থেকে বের হতে হলে শিক্ষাকে জাতীয়কারনের বিকল্প নেই। এ জন্য প্রয়োজন বাস্তবমুখী বাজেট, বললেন এ শিক্ষক নেতা। আর শিক্ষা খাতকে সামনের দিকে এগিয়ে নিতে দুর্নীতি মুক্ত করার দাবি জানালেন সনাক সভাপতি। জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে হলে শিক্ষায় বরাদ্দ যেমন বাড়াতে হবে, তেমনি সেই বরাদ্দ কীভাবে খরচ হচ্ছে, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন বরিশালবাসী।