মহামারিতেও থেমে নেই বরিশালে ভূমিদস্যুদের জমি দখল
- আপডেট সময় : ০৪:০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ঘরে অবস্থান নিয়ে সবাই যখন বৈশ্বিক মহামারি করোনা থেকে মুক্তির প্রহর গুনছেন, তখন বরিশালে ভূমিদস্যুরা মেতে উঠেছে জমি দখলে। তাদের দখলদারিত্বের শিকার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জমি থেকে শুরু করে খাল, সড়ক এবং ব্যক্তি মালিকানাধীন জমিও। আর এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সামাজিক সচেতনায় দিনরাত ব্যস্ত থাকায়, ভূমিদস্যুরা তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে দখলকৃত জমিতে নির্মান করছে বহুতল ভবন। তবে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বললেন, দখলদারিত্বে জড়িতদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।
দেশ করোনায় আক্রান্ত হওয়ার পর বরিশাল নগরীর ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ শতাংশ জমির মধ্যে রাতের আধারে সাড়ে ছয় কোটি টাকা মূল্যের ৪২ শতাংশ জমি দখল করে নেয় ১১ ব্যক্তি। এদের মধ্যে একজন দখলদার জমিতে বহুতল ভবন নির্মান শুরু করলে পুলিশ তা বন্ধ করে দেয়। অভিযোগ রয়েছে, জাল দলিলে দখল নেয়া হয় ওই জমি। জনৈক ব্যক্তি বায়না সূত্রে ওই জমির মালিক দাবি করায় তা নিয়ে মামলা চলছে উচ্চ আদালতে।
১৯৩৭ সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে তৎকালীন জমির মালিক চপলা সুন্দরী জমি দান করেন। বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুই শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে।
স্কুলের জমি দখল করিনি, বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তিতে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে বলে দাবি করলেন দখলদারিত্বে থাকা ১১ জনের প্রতিনিধি।
লকডাউনের মধ্যে জমি দখল অমানবিক ও অবিবেচক দাবি করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বললেন, জাতীয় দুর্যোগের সময় যারা জমি দখল করছে, তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিরোধপূর্ণ জমির দখলদারিত্ব নিয়ে নগরী থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় প্রায়ই প্রাণহানীর ঘটনা ঘটছে। আহত হয়ে অনেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসছে।