মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। ভারতের রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। তিন দিনব্যাপী অনুষ্ঠান মালায় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতি অংশ নেবেন।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
বিজয় দিবসের প্রস্তুতি ঘুরে দেখে ডিএমপি কমিশনার জানান, অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। সংসদ ভবন এলাকার প্রতিটি বহুতল ভবনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিযুক্ত থাকবে।
বিশেষ পরিস্থিতি মোকাবিলায় সোয়াত ও বোম ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে জানিয়ে তিনি বলেন, অনুষ্ঠানে কোন ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই।
তিন দিনব্যাপী অনুষ্ঠান উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও সংসদ ভবন এলাকার বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে। এজন্য এইচএসসি পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানান, ডিএমপি কমিশনার।