মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৬১৫ বার পড়া হয়েছে
মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী, আন্তর্জাতিক অহিংসা দিবস এবং নবরূপায়িত গান্ধী স্মৃতি যাদুঘরের উদ্বোধন উপলক্ষে অহিংসা, সত্যাগ্রহ এবং মহাত্মা গান্ধী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নে গান্ধী আশ্রম ক্যাম্পাসে আশ্রম ট্রাস্টের সভাপতি বিচারপতি সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেন এমপি। এর আগে অতিথিরা গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, নবরূপায়িত গান্ধী স্মৃতি যাদুঘর উদ্বোধন ও পরিদর্শন করেন।