মসজিদে বিস্ফোরণের ঘটনায় এক বিদ্যুৎ মিস্ত্রির দুই দিনের রিমান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মোবারক হোসেন নামে এক বিদ্যুৎ মিস্ত্রির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নারায়ণগঞ্জ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ জানিয়েছেন, বায়তুস সালাত জামে মসজিদে ২টি বৈদ্যুতিক সংযোগ রয়েছে একটি সংযাগো অবৈধ সেই সংযোগসহ যাবতীয় মসজিদের ওয়ারিং করেছিলো মেবারক হোসেন। এর আগে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের বহিস্কৃত ৪ কর্মকর্তা সহ ৮ জন কে গ্রেফতার করে সিআইডি। পরে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে আটজনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
















