মশিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
- / ১৮১২ বার পড়া হয়েছে
রংপুরে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথমদিনে জাতীয় পার্টির নেতা, জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাসহ ৪ জনের মনোনয়নপত্র স্থগিত, একজন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাছাইয়ে সাতজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর ৬টি আসনের মনোনয়ন পত্র বাছাইয়ের প্রথম দিনে রংপুর-১ আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোবাশ্বের হাসানের নেতৃত্বে বাছাইয়ের সময় রংপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রওশনপন্থি জাতীয় পার্টির নেতা বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাসহ ৪ জনের দাখিল করা কাগজপত্রে অসঙ্গতি থাকায় তাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা হয়েছে। সেই সাথে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন রিটানিং অফিসার।