মশা নিধন করা না গেলে, ডেঙ্গু রোগী আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সিটি কর্পোরশনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীতে ৫০০ ‘মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’ উদ্বোধনের সময় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। প্রাইভেট মেডিকেলে অনেক বেশি অস্ত্রোপচার হচ্ছে, যা কোনভাবেই কাম্য নয় বলেও জানান জাহিদ মালেক।
ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কার আকার ধারণ করছে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। রোগীর ভিড় বাড়ছে প্রতিটি হাসপাতালে। সেখানে শয্যা সংকটের কারণে, ফ্লোরে ও বারাদ্দায় রোগী রেখে চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে কর্তৃপক্ষ।
এমন বাস্তবতায়, রাজধানীর একটি হোটেলে ৫০০টি ‘মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
এসময় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, মশা নিধন করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।
প্রাইভেট হাসপাতালে ব্যাপক হারে সিজারিয়ান ডেলিভারির ঘটনায় ক্ষোভ জানান স্বাস্থ্যমন্ত্রী।
মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’গুলো সপ্তায় সাতদিন ২৪ ঘণ্টা রোগীর সেবায় কাজ করবে বলে জানান জাহিদ মালেক