সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাতিজি মুশফিকা ও মোবাশ্বেরার বাবা মরহুম মোস্তফা জগলুল ওয়াহিদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত লেনদেন না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে জগলুল ওয়াহিদের মৃত্যুর পর তার অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্য আদালতে জমা দিতে বলা হয়েছে। এদিন তার গুলশানের বাসার মালিকানা সংক্রান্ত কাগজপত্র আদালতে জমা দেয়া হয়। একই সঙ্গে তার দুই মেয়ে- মুশফিকা ও মোবাশ্বেরাকে এই মামলায় বাদী করা হয়েছে। এসময় জগলুল ওয়াহিদের মৃত্যুর সনদ ও তার দ্বিতীয় স্ত্রী আঞ্জু কাপুর ওয়াহিদের ভারতীয় নাগরিকত্ব সনদ আদালতে জমা দেয়ার নির্দেশও দেয় উচ্চ আদালত।