এসএ পরিবহনের সাবেক চেয়ারম্যান মরহুমা নূর নাহার বেগমের নামে একটি ট্রাস্ট গঠনের কথা জনিয়েছেন, এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, এর মাধ্যমে মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বেশকিছু প্রতিষ্ঠান পরিচালিত হবে। সোমবার সহধর্মিনী মরহুমা নূর নাহার বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা জানান। এসময় তিনি আরো বলেন, মরহুমা নূর নাহার বেগমের শুন্যতা কখনো পূরণ হবার নয়।
২০২০ সালের ১৮ই অক্টোবর। গেল বছরের এই দিনটিতে এসএ গ্রুপ অব কোম্পানীজ পরিবারে নেমে আসে শোকের ছায়া।এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান এসএ গ্রপ অব কোম্পনীজের ব্যবস্থাপা পরিচালক সালাহউদ্দিন আহমেদের সহর্ধমীনি এবং এসএ পরিবহনের সাবেক চেয়ারম্যান নূর নাহার বেগম। টানা দেড় বছর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানেন এস এ পরিবারের এই অভিবাবক।
প্রিয় সহধর্মীনিকে হারিয়ে পরিবারে তার শূণ্যতার কথা সেদিন বাকরুদ্ধ কন্ঠে এভাবেই বলেছিলেন এসএ গ্রুপ অব কোম্পানীজের ব্যবস্থাপনা পরিচালক।
সোমবার মরুহুমা নূর নাহার বেগমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ীর আমিরাবাদের নিজ বাড়িতে আয়োজন করা হয় কোরআন খানি, মিলাদ ও জেয়াফতের। পাশাপাশি এসএগ্রুপ অব কোম্পানীজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদর প্রিয় মাতা মরহুমা শরাফত বানুর ১৭ তম মৃত্যুবার্ষিকী এবং পিতা রেহান উদ্দিন মোল্লাসহ পরোলোকগত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজন করা হয় বিশেষ দোয়া ও মোনাজাতের।
দুপুর থেকেই দোয়া ও জেয়াফতে ঢল নামে নোয়াখালীর সব শ্রেণী-পেশার মানুষের। পাশাপাশি অংশ নেন ঢাকা, চট্টগ্রাম থেকে আসা স্বজন ও শুভানুধ্যায়ীরাও।
এসময় দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন সংসদ সদস্যসহ নোয়াখালীর বিশিষ্টজনেরা।
প্রিয় মাকে হারানোর শুন্যতা কখনই পূরণ হবার নয়, তাই প্রথম মৃত্যূবার্ষিকীতে স্মৃতিচারণ করে এভাবেই মায়ের এই শূণ্যতার কথা জানান এসএগ্রুপ অব কোম্পনীজের পরিচালকরা।
পরে মরহুমা নূর নাহার বেগমের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রিয় সহধর্মীনিকে নিয়ে স্মৃতি চারণ করেন এসএ গ্রুপ অব কোম্পনীজের কর্ণধার সালাহউদ্দিন আহমেদ।
মরহুমা নূর নাহার বেগমের নামে একটি ট্রাস্ট গঠনের ঘোষণা দেন এসএ গ্রুপের কর্ণধার।
এর আগে সকালে মরহুমার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন এসএগ্রপের ব্যবস্থাপনা পরিচালকসহ পরিবারের সদস্যরা।