মরক্কোয় সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে ভূমিকম্পে নিখোঁজদের সন্ধানে তল্লাশি
- আপডেট সময় : ০১:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
মরক্কোয় সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে ভূমিকম্পে নিখোঁজদের সন্ধানে তল্লাশি। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাবে শূন্য হাতেই ধ্বংসস্তূপে নেমেছেন স্থানীয়রা।
ভারী পাথর গড়িয়ে রাস্তাঘাট আটকে যাওয়ায় এখনও বহু এলাকায় পৌঁছাতেই পারেননি উদ্ধারকর্মীরা। সেখানকার বাসিন্দারা নিজেই নেমেছেন পরিবারের সদস্যদের বাঁচাতে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঐতিহাসিক নগরী মারাকেশ। দেশটির ৬০ বছরের ইতিহাসে শুক্রবার অনুভূত হওয়া ভূমিকম্প ছিল সবচেয়ে প্রাণঘাতী। এখন পর্যন্ত দুই হাজার ১২২ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে সরকার। আহত হয়েছে ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ। যাদের অনেকের অবস্থাই সংকটাপন্ন। দুর্গত এলাকায় প্রাথমিক চিকিৎসা তো দূরের ব্যাপার; তীব্র খাবার ও পানির সংকটে ভুগছেন বাসিন্দারা। তাদের সহযোগিতা পৌঁছে দিতে দিনরাত কাজ করছে সেনাবাহিনী এবং বেসামরিক প্রতিরক্ষা বহর। দেশটিতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।