ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা
- আপডেট সময় : ০১:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গু রোগী বাড়ায় হাসপাতালের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় খোলা হয়েছে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড । জ্বর, কাশি, শরীর ও পেটব্যাথার উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত ভর্তি হচ্ছেন। আর গেলো এক সপ্তাহে ডেঙ্গুতে নারীসহ মারা গেছে তিনজন । ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকা ও তার আশপাশের এলাকায় থেকে এসেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে, জ্বর, কাশি, শরীর ও পেট ব্যাথার উপসর্গ থাকলে সবাইকে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেশের বিভিন্ন জেলার মানুষ ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন।