ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও মাগুরায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- আপডেট সময় : ০৬:১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও মাগুরায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে।
ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। দুপুরে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের কাশিগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি নেত্রকোণার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাশিগঞ্জ বাজার এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। এসময় আহত হয় তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পথে আরও এক নারীর মৃত্যু হয়।
মুন্সিগঞ্জ সদরে ট্রলি-সিএনজি-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহতের খবর পাওয়া গেছে। এতে কমপক্ষে তিনজন যাত্রী আহত হয়েছেন।সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকায় এ দূর্ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিতে থাকা সবাই আহত হয়। আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি জানান, দূর্ঘটনা বিধ্বস্ত সিএনজি ও ট্রলি হেফাজতে নেওয়া হয়েছে।
মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে ।জানা যায় ভিকটিমদয় শত্রুজিৎপুর থেকে মাগুরা আসার পথে ধলহারা বাজারের পাশে মাগুরা থেকে ছেড়ে যাওয়া বাস ভিকটিমদের ইজিবাইক ও ভ্যানকে চাপা দেয় ।এতে ইজিবাইন ও ভ্যানে থাকা ভিকটিমদয় গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোঃ আরোজ আলীকে মৃত ঘোষণা করেন।