ময়মনসিংহে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
- / ১৭৪৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক পারাপারের সময় বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) রাত সোয়া ১১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার আমতলী বিডিআর বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
ভরাডোবা হাইওয়ে থানার এসআই কামরুল ইসলাম জানান, রাতে টাঙ্গাইল থেকে আমতলী এলাকায় আব্বাস আলী ও তার স্ত্রী হাজেরা খাতুন মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।